রাখী বন্ধন উৎসব উপলক্ষে সোনারপুর থানা ও ১১নং ওয়ার্ডের উদ্যোগে সোনারপুর মোড়ে  রাখী বন্ধন উৎসব  পালন করা হল।
রাখী বন্ধন উৎসব উপলক্ষে সোনারপুর থানা ও ১১নং ওয়ার্ডের উদ্যোগে সোনারপুর মোড়ে রাখী বন্ধন উৎসব পালন করা হল। ছবি–অভীক  পুরকাইত 
ছবি– অভীক পুরকাইত

ছবি – অভীক পুরকাইত


অভীক পুরকাইত,সোনারপুর:-

১১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কৃষ্ণপদ মন্ডল কে রাখি পরালেন বিধায়ক


রাখী বন্ধন উৎসব উপলক্ষে সোনারপুর থানা ও ১১ ও ১৩ নং ওয়ার্ডের তরফে সোনারপুর মোড়ে রাখী বন্ধন দিবস পালন করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র ও সোনারপুর থানার আইসি সঞ্জীব চক্রবর্তী। সোনারপুর মোড়ে পুলিশ কর্মী থেকে আরম্ভ করে সাধারণ পথ চলতি মানুষের হাতে তারা রাখী পরিয়ে দেন। উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পুরপিতা সন্দীপ নস্কর ও১১ নম্বরের পুরপিতা কৃষ্ণপদ মন্ডল। বিধায়ক লাভলী মৈত্র বলেন সৌজন্য, ভালোবাসা, ভাতৃত্বের এই বন্ধন যাতে সারা বছর বজায় থাকে তার আবেদন জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 4 =