TMCS এর পক্ষ থেকে তৃণমূল SC ST OBC CELL এর আন্তরিক সহায়তায় যাদবপুর বিধানসভা অন্তর্গত বাইপাস পাটুলী মোড়ে রাখীবন্ধন উৎসব

অভীক পুরকাইত,কলকাতা:- দেশজুড়ে স্বৈরাচারী বিচ্ছিন্নতাবাদী বিভেদকামী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সম্মিলিত ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি সৌভাতৃত্বের বন্ধনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের সকল শ্রেণীর মানুষ কে ভালবাসা ও আন্তরিকতার মেলবন্ধনে আবদ্ধ করতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর আহ্বানে ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে মানববন্ধন কর্মসূচি “রাখিবন্ধন উৎসব” পালন করা হয়। সেই উপলক্ষে আজ দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস সাপোর্টার্স কমিউনিটি TMCS এর পক্ষ থেকে তৃণমূল SC ST OBC CELL এর আন্তরিক সহায়তায় যাদবপুর বিধানসভা অন্তর্গত বাইপাস পাটুলী মোড়ে রাখীবন্ধন উৎসব পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ এর সভানেত্রী ও ডায়মন্ড হারবার -যাদবপুর টিএমসিপি সহ-সভানেত্রী রাজন্যা হালদার ,১১০নং ওয়ার্ড এর কাউন্সিলর স্বরাজ মন্ডল মহাশয়,যুবনেতা সুব্রত থেকে শুরু করে TMCS GROUP এর Admin সদস্য দেবদত্ত ঘোষ,রাজীব ঘোষ, অনিরুদ্ধ ঘোষ , স্নেহাশীষ,সুপ্রিয় পাল,শৌনক গাঙ্গুলী, দীপাঞ্জন মজুমদার এবং মহিলা সদস্য উপাসনা চৌধুরী,ডেইজি সরকার,শর্মিষ্ঠা দাস,সীমান্তনী সাহা,স্বর্ণদীপা ঘোষ এবং অন্যান্য সদস্যরা।
সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ও উদ্দীপনায় সাফল্যের সঙ্গে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করায় সকলকে অভিনন্দন তৃনমূল নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 4 =