তৃণমূলের রাজত্ব মানে কি জল্লাদের  ও ধর্ষকদের রাজত্ব,মালদার ঘটনা প্রসঙ্গে মন্তব্য সুজনের।
তৃণমূলের রাজত্ব মানে কি জল্লাদের ও ধর্ষকদের রাজত্ব,মালদার ঘটনা প্রসঙ্গে মন্তব্য সুজনের।

অভীক পুরকাইত:- তৃণমূলের রাজত্ব মানে কি জল্লাদের ও ধর্ষকদের রাজত্ব?প্রশ্ন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মালদায় মূক বধির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ।
প্রসঙ্গে মন্তব্য সিপিএম নেতার। স্কুলের মধ্যে এই গণধর্ষণ হয়েছে বলে অভিযোগ বাম নেতার।
দুষ্কৃতীরা মনে করে নিয়েছে মমতা ব্যানার্জির সরকার মানে তাদের সরকার। পুলিশ দুষ্কৃতীদের সাথে আছে বলে মন্তব্য বাম নেতার। অভিযোগের সুরে তিনি বলেন কোথায় পুলিশ কোথায় প্রশাসন। মুখ্যমন্ত্রী কে জিজ্ঞাসা করা হলে তিনি বলবেন ছোট্ট ঘটনা। দুষ্কৃতিদের প্রশ্রয় দিচ্ছে মমতা ব্যানার্জি মন্তব্য করেন বাম নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 9 =