পথ দুর্ঘটনায় মৃত্যু গৃহবধূর। ঘটনায় ব্যাপক উত্তেজনা বারুইপুরে
পথ দুর্ঘটনায় মৃত্যু গৃহবধূর। ঘটনায় ব্যাপক উত্তেজনা বারুইপুরে। ছবি- অভীক পুরকাইত

 

উত্তেজিত জনতা
মৃত গৃহবধূ

বাসে ভাঙচুর করা হয়

অভীক পরকাইত,বারুইপুর:-পথ দুর্ঘটনায় মৃত্যু গৃহবধূর। ঘটনায় ব্যাপক উত্তেজনা। বারুইপুর বারাসাত রুটের বাসের ধাক্কায় মৃত্যু হয় ওই গৃহবধূর। ঘটনায় একাধিক বাস ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ। বারুইপুর কুলপি রোডের যোগী বটতলা মডার্ন ক্লাবের উল্টোদিকে রাস্তা পারাপারের সময় গড়িয়া থেকে বারুইপুরগামী বারুইপুর বারাসাত বাস ধাক্কা মেরে চলে যায় এক গৃহবধূকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আনুমানিক বছর ৩৫ এর ঐ মহিলার। মৃত মহিলার নাম সালমা বিবি। বাচ্চাদের হলি ক্রসপড়ে টিউশনি পড়তে নিয়ে যাচ্ছিল তার মা পথেই এই দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনা ব্যাপক উপজেলা ছাড়া বারুইপুর এলাকায়। বারুইপুর বারাসাতে কয়েকটি বাস ভাঙচুর করে উত্তেজিত জনতা। এই ঘটনা জেরে কুলপি রোড বারুইপুর কলেজ রোড অবরোধ করে প্রায় দু ঘন্টার উপর। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে সেই অবরোধ তোলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + 16 =