বাঘ দিবসে বাঘেদের ভরণ পোষণের দায়িত্ব নিল এস বি আই
বাঘেদের ভরণ পোষণের দায়িত্ব নিল এস বি আই ছবি – অভীক পুরকাইত
ছবি- অভীক পুরকাইত

অভীক পুরকাইত,ঝড়খালি: শনিবার ২৯ শে জুলাই বাঘ দিবস পালিত হল সুন্দরবনের ঝড়খালিতে। আর এই বাঘ দিবসের দিনই ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে থাকা তিনটি বাঘের বছরভর ভরণ পোষণের দায়িত্ব নিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তিনটি বাঘের জন্য বাৎসরিক ছয় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হল বণ দফতরের হাতে। এদিন ঝড়খালিতে বাঘ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪ পরগনা বণ বিভাগের ডি এফ ও মিলন মন্ডল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রতি বছরই এই ২৯ শে জুলাই বিশ্ব বাঘ দিবস পালিত হয় সুন্দরবনে। এদিনও একদিকে যেমন সজনেখালিতে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে বাঘ দিবস পালিত হয়, তেমনি ঝড়খালিতে ২৪ পরগনা বন বিভাগের উদ্যোগেও দিনটি পালিত হয়। বাঘকে রক্ষা করা, বাঘকে বাঁচানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এদিনের অনুষ্ঠানে। পাশাপাশি স্কুলের পড়ুয়াদের নিয়ে বিশেষ অনুষ্ঠান হয়। মঞ্চ থেকে সম্বর্ধনা জানানো হয় বাঘ সংরক্ষণ, বাঘ উদ্ধারের কাজের সাথে জড়িত মানুষদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − one =