মনিপুর কাণ্ডের প্রতিবাদে বিধায়ক ফিরদৌসী বেগমের নেতৃত্বে গড়িয়া টাউন তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিবাদ মিছিল
মনিপুর কাণ্ডের প্রতিবাদে গড়িয়া টাউন তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিবাদ মিছিল

অভীক পুরকাইত,সোনারপুর -মণিপুর কান্ডের প্রতিবাদে রাস্তায় নামল তৃণমূল। শুক্রবার ঢালুয়া থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়।মিছিল চলে সি5 বাসস্ট্যান্ড পর্যন্ত।মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক ফিরদৌসী বেগম পৌরপিতা জয়ন্ত সেনগুপ্ত,পৌরপিতা পিন্টু দেবনাথ,পৌরমাতা বানী নাগ,দিপালী নস্কর,পাপিয়া হালদার সহ অন্যান্য নেতৃত্ব। এদিন মিছিলে বেরিয়ে বিধায়ক জানান এই ঘটনার নিন্দা করার ভাষা গোটা ভারতের মেয়েদের নেই। অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমরা জেলায় জেলায় প্রতিবাদ জানাব। জোটের নেতৃত্ব যেমন প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়েছে আমারাও তার দাবি জানাচ্ছি’।আমরা অবাক যে এই অরাজকতা নিয়ে প্রধানমন্ত্রী মুখ খুলছেন না। প্রতিবাদ চলবেই। প্রধানমন্ত্রী নিজের জেদে রয়েছেন আমরাও জেদ বজায় রাখব। মিছিলে প্রায় ১০ থেকে ১৫ হাজার তৃণমূল কর্মী সমর্থকরা অংশগ্রহণ করে। সমস্ত রাজ্যজুড়ে প্রতিটি ব্লক প্রতিটি অঞ্চলে এই কর্মসূচি চলছে তৃণমূলের তরফে। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো,আজ গড়িয়া টাউন তৃণমূলের তরফে এই কর্মসূচি। এছাড়াও এদিন বোড়াল টাউন তৃণমূলের পক্ষে মনিপুরের ঘটনার প্রতিবাদে কর্মসূচি নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × two =