সোনারপুরের মকরমপুরে CP(I)M এর পঞ্চায়েত সমিতির প্রার্থী সঞ্জয় সরদারের বাড়িতে চুরি। তৃণমূলের মদতে এই চুরির অভিযোগ
সোনারপুরের মকরমপুরে CP(I)M এর পঞ্চায়েত সমিতির প্রার্থী সঞ্জয় সরদারের বাড়িতে চুরি। তৃণমূলের মদতে এই চুরির অভিযোগ

সঞ্জয় সরদার, বিজয়ী সিপিএম প্রাথী
পথ অবরোধ,ছবি- অভীক পুরকাইত

 

সায়ন ব্যানার্জি

অভীক পুরকাইত,দঃ২৪ পরগনা:– সোনারপুরের মকরামপুরে CP(I)M এর পঞ্চায়েত সমিতির প্রার্থী সঞ্জয় সরদারের বাড়িতে চুরি। তৃণমূলের মদতে এই চুরির অভিযোগ। এর আগে তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। তৃণমূল কংগ্রেসের মদতে এই কাজ নিয়মিতভাবে করা হত বলে অভিযোগ। এর আগেও একাধিকবার হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে CP(I)M নেতা সায়ন ব্যানার্জির নেতৃত্বে রাস্তা অবরোধ। এদিন বাড়ি থেকে নগদ টাকা ও সোনার গহনা মিলিয়ে কয়েক লক্ষ টাকার খোয়া গিয়েছে বলে অভিযোগ। বিষয়টি সকাল থেকে সোনারপুর থানায় জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওযায় মকরামপুর ঘুটিয়ারী শরিফ রাস্তা অবরোধ বাম কর্মী ও সমর্থকদের। তাদের অভিযোগ সঞ্জয়বাবু বাম প্রার্থী হওয়াতেই তার উপর এই হামলার চেষ্টা বলে অভিযোগ এলাকার বাম কর্মী ও সমর্থকদের।


পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বের হওয়ার পর এলাকায় সন্ত্রাস তৈরি হওযায় আতঙ্কে পুরো পরিবার ভয়ে সোনারপুরে এলাকায় গিয়ে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। বাড়িতে কেউ ছিল না। আজ সকালে বাড়িতে এসে তারা দেখেন পুরো বাড়ি লণ্ডভণ্ড। পুলিশকে জানালেও। পুলিশ ব্যবস্থা না নেওযায় ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 9 =