নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিধায়ক ফিরদৌসী বেগম


সোনারপুর উত্তর বিধানসভায় নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিধায়ক ফিরদৌসী বেগম

সোনারপুর উত্তর বিধানসভায় নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিধায়ক ফিরদৌসী বেগম

 

 

বিধায়ক ফিরদৌসী বেগম

অভীক পুরকাইত,সোনারপুর উত্তর- মা মাটি মানুষের আশীর্বাদ ব্যতীত নির্বাচনী ফলাফলে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমাদের কর্মীবৃন্দ। আজ কামরাবাদ ও খেয়াদহ-১ অঞ্চলের সমস্ত কর্মী বৃন্দের সমন্বয়ে নিয়ে একটি কর্মীসভার আয়োজন করা হয়েছিল। সবুজ জয়ধ্বজা কাঁধে নিয়ে বুথে বুথে, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা সোৎসাহে প্রস্তুত।
জানালেন বিধায়ক ফিরদৌসী বেগম।
পঞ্চায়েত ভোটের আগে আজ শেষ রবিবার,সোনারপুর উত্তর বিধানসভা জুড়ে প্রচারে ঝড় তোলেন বিধায়ক ফেরদৌসী বেগম বনহুগলি এক,বনহুগলি দুই,খেয়াদাহ এক ও কামরাবাদ প্রচার চালান বিধায়ক ফিরদৌসী বেগম,উপস্থিত ছিলেন সাংগঠনিক প্রধান জনাব নজরুল আলী মন্ডল,
জয় নিশ্চিত বলে জানান বিধায়ক। আজ সন্ধ্যে সাতটা অবধি এই প্রচার কর্মসূচি চলবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 5 =