উঃ চব্বিশ পরগনার দুইটি জায়গায় তল্লাশি চালিয়ে বেঙ্গল এস টি এফ এর হাতে আবারো উদ্ধার তেরোটি সিমবক্স মেশিন এবং গ্রেফতার এই গ্যাং-এর এক আরেক দুষ্কৃতী।
উঃ চব্বিশ পরগনার দুইটি জায়গায় তল্লাশি চালিয়ে বেঙ্গল এস টি এফ এর হাতে আবারো উদ্ধার তেরোটি সিমবক্স মেশিন 

অভীক পুরকাইত- উঃ চব্বিশ পরগনায় স্বরূপনগর থানার হাকিমপুরের ঘটনা।
উদ্ধার হয়েছে তেরোটি সেট ছাড়াও বেশ কয়েকটি ইন্টারনেট রাউটার এবং ছয়শো বেআইনি সিমকার্ড। বাজেয়াপ্ত সামগ্রীর মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা।
গত 11 আগস্ট বেঙ্গল এস টি এফ এর অভিযোগে হাওড়ার মালিপাঁচঘড়া থানায় রুজু করা হয় একটি ফৌজদারী মামলা ভারতীয় টেলিগ্রাফ আইন, ভারতীয় ওয়ারলেস টেলিগ্রাফি আইন এবং ভারতীয় ফৌজদারী আইনের বিভিন্ন ধারায়। কেশের তদন্তের ভার নিয়েছিল বেঙ্গল এস টি এফ।
এই কেশে তদন্তে নেমেই গতকালের এই সাফল্য। তল্লাশি চালানো হয়েছিল পেট্রাপোল বাজারে “সাব্বির এন্টারপ্রাইজ” নামক একটি দোকানে এবং উঃ চব্বিশ পরগনায় স্বরূপনগর থানার হাকিমপুরে কবীর দফাদার নামক এক ব্যক্তির নির্মীয়মান বেআইনি তিনতলা বাড়িতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − 5 =