ছবি সংগৃহীত

রানা চক্রবর্তীকলকাতা : আজ নিজেদের মাঠে মোহনবাগান সিএফএল এ সাদার্ন সমিতির কাছে ২-০ গলে পরাজিত হয়। দলে হেরেযেতে দেখে গ্যালারিতে অমর ঘোষ নামক এক সমর্থক অসুস্থ হয়ে পড়েন। তাকে নার্সিংহোমে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তিনি আবার মাঠে ফিরে আসেন। কিন্তু দলের হার আটকাতে পারেনি। আজ প্রথম থেকেই মোহনবাগানকে অগোছালো খেলছিল যার ফলস্বরূপ ১৯ ও ২৩ মিনিটে সৌগত হাজদা মোহনবাগানের জালে বল পাঠিয়ে দেন। দ্বিতীয়ার্ধে মোহনবাগান খেলায় কিছুটা ফেরার চেষ্টা করে। তিন-চারটি সুযোগ ও সামনে আসে কিন্তু তারা গোল করতে ব্যর্থ হন। খেলার শেষে সাদার্ন এর সৌগত হাজদা বলেন “প্রিয় দলের বিরুদ্ধে গোল করতে পেরে তিনি খুবই তৃপ্ত”। কোচ রঞ্জন ভট্টাচার্জি উচ্ছ্বসিত ছেলেদের খেলায় তিনি বলেন যে আজ তার সব পরিকল্পনা কাজে লেগেছে। দলের ব্যর্থতা দেখে মোহনবাগান সমর্থকরা ক্ষিপ্ত হয়ে মাঠে বোতল ছুঁড়ে মারেন। খেলার শেষে দলের খেলোয়াড়দের বিদ্রুপও করেন। এই সময় কিয়ান নাসিরির ব্যবহারে দর্শকরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। তবে ঘটনা আর বেশি দূর গড়ায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 6 =