অভীক পুরকাইত,মহেশতলা-
মহেশতলা পৌরসভার বজবজ ট্রাঙ্ক রোড প্রতিনিয়ত মানুষের কাছে অভিশপ্ত হয়ে উঠেছে। রাস্তার ওই চরম বেহাল অবস্থার কারণে অনেক মানুষের প্রাণ বলি হয়েছে গত কয়েক মাসে। অথচ স্থানীয় সাংসদ, বিধায়ক, পৌর প্রতিনিধি এবং প্রশাসন নির্বিকার। উক্ত রাস্তা নির্মাণে বরাদ্দ কোটি কোটি টাকা খরচা না করে নেতারা পকেটস্থ করেছে, চরম দুর্নীতির পরেরও সাংসদ চুপ, কঙ্কাল বেরিয়ে পড়েছে ডায়মন্ড মডেলের, রাস্তা না পুকুর দেখে বোঝার উপায় নেই। এর বিরুদ্ধে পথ অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন করলো মহেশতলার কংগ্রেসের কর্মীরা। এই বিক্ষোভ এবং অবরোধে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়, প্রাক্তন পৌরপিতা প্রশান্ত মন্ডল, প্রফুল্ল সরদারএবং অন্যান্য নেতৃবৃন্দ সাধারণ মানুষ এই বিক্ষোভ প্রদশনে অংশ নেয়, ১০ টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই বিক্ষোভ চলে পরে প্রসাশনের আশ্বাসে এই বিক্ষোভ উঠে যায়।
জেলার মহেশতলা পৌরসভার বজবজ ট্রাঙ্ক রোড সারানোর দাবিতে কংগ্রেসের বিক্ষোভ ওপথ অবরোধ কর্মসূচি