
রবিবার মেদিনীপুরে কুড়মিদের বিক্ষোভ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, বিক্ষোভ তো স্বাভাবিক। যে ঘটনা ২৬ মে ঘটানো হলো, তার তদন্ত দরকার। কিন্তু শিক্ষক ও সামাজিক আন্দোলনের নেতা রাজেশ মাহাতোকে কী করে সেই রাতেই বদলি এবং তারপর গ্রেপ্তার করা হলো? গোটাটা পরিকল্পনামাফিক ঘটানো হয়েছে। মুখ্যমন্ত্রী সেটা জানতেন। এখানে এসে নানা কথা বলছেন। কিন্তু কেন্দ্র ও রাজ্যের সরকার কেন মাসের পর মাস এখানকার মানুষের ক্ষোভের কথা শুনছে না? সরকারের কোনও ভূমিকা থাকবে না? বিজেপি আর তৃণমূল মিলে কি রাজ্যকে মণিপুরের পথে নিয়ে যেতে চাইছে? একটা জনগোষ্ঠীকে আরেকটা জানগোষ্ঠীর বিরুদ্ধে লাগিয়ে দিতে চাইছে? প্রত্যেক জনগোষ্ঠীর নিজস্ব দাবি নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের অধিকার রয়েছে। সরকার তা নিয়ে সাংবিধানিক ব্যবস্থা নেওয়ার বদলে জিইয়ে রাখতে চাইছে। যেভাবে গ্রেপ্তার করা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এভাবেই বামপন্থীদের আন্দোলনকে দমনের চেষ্টা হয়েছে।