![কুণাল ঘোষ ও সায়নী ঘোষের ডুয়েট গানে মেতে উঠল তৃণমূলের সভা](https://www.newsindiapress.in/wp-content/uploads/2023/05/IMG-20230525-WA0013-300x200.jpg)
অভীক পরকাইত – কুণাল ঘোষ ও সায়নী ঘোষের ডুয়েট গানে মেতে উঠল তৃণমূলের সভা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন সংযোগ যাত্রার ৩০তম দিন উদযাপন উপলক্ষে কলকাতা পৌর সংস্থার ১০৯ নং ওয়ার্ডের মাননীয়া পৌরমাতা অনন্যা ব্যানার্জীর উদ্যোগে মুকুন্দপুর ভবন সন্নিকটে আলোকোজ্জ্বল এক অনুষ্ঠান আয়োজিত হল। উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, মাননীয়া মন্ত্রী ডঃ শশী পাঁজা, মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বসু, যাদবপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী দেবব্রত মজুমদার, মাননীয় দেবাশীষ কুমার, মাননীয় মুখপাত্র কুনাল ঘোষ, সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুরের CIC জানাব নজরুল আলি মন্ডল,রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ,রাজপুর সোনারপুরের ১নং ওয়ার্ডের পৌরপিতা পিন্টু দেবনাথ,৩নং ওয়ার্ডের পৌরপিতা জয়ন্ত সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দ।