ভিন্ন স্বাদের, ভিন্ন মাত্রার জামাইষষ্ঠী
ভিন্ন স্বাদের, ভিন্ন মাত্রার জামাইষষ্ঠী যাদবপুরে

ভিন্ন স্বাদের, ভিন্ন মাত্রার জামাইষষ্ঠী। যাদবপুর বিজয়গড়ে হিন্দু সংহতির অফিসে জামাইষষ্ঠী উপলক্ষে “সামাজিক জামাইষষ্ঠী”। মুসলমান মেয়েরা হিন্দু ছেলেকে বিবাহ করেছে তাদের জন্য এই উদ্যোগ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে মেয়ে জামাইরা।
জামাই,মেয়ে ও তাদের সন্তানদের দেওয়া হয় উপহার,ছিল কব্জি ডুবিয়ে মাংস ভাতের আয়োজন।আগতরা সকলের কাছে আশীর্বাদ কামনা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + five =