নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- বর্ধমান দু’নম্বর ব্লকের জোতরাম এলাকার গুলি।আহত এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম সদীট দাস। স্থানীয় সূত্রে জানা যায়, একটি সোনার দোকানে সকাল ১১.৩০ টা নাগাদ দুই ব্যক্তি আসেন এবং সোনার জিনিসপত্র নিয়ে পালানোর চেষ্টা করেন। সেই সময় দোকানদার তাদের বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তার পেটে একটি গুলি চালায় । ঘটনা গুরুতর জখম হন দোকান মালিক সদীপ দাস। তিনি বৈকন্ঠপুর দু’নম্বর ব্লক এলাকার বাসিন্দা বলে জানা গেছে। গুলি করে দুই দুষ্কৃতী চম্পার দেওয়ার সময় পাশে থাকা এক দোকানদার গুলির শব্দ শুনে ছুটে আসেন এবং তাদের বাধা দিতে গেলে তাকেও বন্দুক দেখায় দুষ্কৃতীরা । তিনি পিছিয়ে এলে সেখান থেকে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী ।
জেলার আবারও শ্যুটআউট পূর্ব বর্ধমানের জোতরাম এলাকার ঘটনা