এশিয়া চ্যাম্পিয়ন ট্রফি জিতল ভারত
এশিয়া চ্যাম্পিয়ন ট্রফি জিতল ভারত

অভীক পুরকাইত,কলকাতা: এশিয়া চ্যাম্পিয়ন ট্রফি জিতল ভারত,ম্যাচ সেরা হার্দিক। স্টেডিয়াম জুড়ে বন্দেমাতরম-এর জয়ধ্বনি। কয়েক মুহূর্ত আগেই মনে হচ্ছিল তীরে এসে দড়ি ঢুকবে না তো। এশিয়া চ্যাম্পিয়ন ট্রফির রাউন্ড রবিন পর্বে অপরাজিত ভারত। চীনের বিরুদ্ধে দুই গোল খেলেও সাত গোল মেরেছিল,জাপানের সঙ্গে ১-১ গোলের ব্যবধানে আটকে যাওয়ার বদলায় সেমিফাইনালে খেতে হয়েছে জাপানকে ৫ গোল।
ফাইনালের প্রতিপক্ষ মালয়েশিয়া কে ৫ গোলে হারিয়েছিল রাউন্ড রবিন পড়বে। ফাইনালে এক গোলে এগিয়ে যাওয়ার পর তিনটে গোল খাওয়া। ভারতের কাজকে অনেকটাই কঠিন করে দিয়েছিল। কিন্তু এ ভারত নতুন পরিস্থিতিতে রাস্তা খুঁজে নেয়। চ্যাম্পিয়ন হওয়ার পরে এই কথাই উঠে এলো সহ-অধীনায়ক হার্দিক সিং এর গলায়,এটাই নতুন ভারতের ঘুরে দাঁড়ানোর উদাহরণ। এখানে যারা আমাদের সমর্থন করতে এসেছে সকলকেই ধন্যবাদ। সবাইকে বলতে চাই এটা নতুন ভারত একটু ধৈর্য রাখতে হবে। আমাদের উপরে ভরসা রাখুন আরো ভালো পারফর্ম করব। সামনেই এশিয়ান গেমস,তার আগে এই টুর্নামেন্টে চতুর্থ বারের জন্য চ্যাম্পিয়ন। নতুন ভারত প্রসঙ্গে হার্দিক আরো যোগ করে বলেন এশিয়ান গেমসের এর আগে এই টুর্নামেন্টেটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। চাম্পিয়ান হয়ে এশিয়ান গেমসের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চেয়েছিলাম। ইউরোপ টুর্নামেন্টে ভালো খেলেছি। এবার এশিয়ান গেমসে নজর কাড়াই এই মূল লক্ষ্য। মাটিতে পা রেখে এশিয়ান গেমসের জন্য আরো ভালো প্রস্তুতি নেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 15 =