সুদীপ চন্দ, কলকাতা: রাতের অন্ধকারে বুক চিরে আলোর রোশনাই লেজার শো। বাংলা সংস্কৃতির অঙ্গ লোকনৃত্য। পুলিশ ব্যান্ডের কুচকাওয়াজ। এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো এবছরের কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন-এর খেলা।

উদ্বোধনী ম্যাচে উপস্থিত খেলোয়াড় দের সঙ্গে পরিচিত হন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধক্ষ্য দেবাশীষ সরকার, সহসভাপতি সৌরভ পাল ও স্বরূপ বিশ্বাস, সহ সচিব সুফল রঞ্জন গিরি, শুভাশিস সরকার, রাকেশ ঝাঁ, নজরুল ইসলাম, প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, মহামেডান স্পোর্টিং কর্তা কামার উদ্দিন। কিশোর ভারতী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচ কে ঘিরে দর্শক উন্মাদনা চোখে পড়ার মতো। বৃষ্টিস্নাত সন্ধ্যায় আলোকোজ্জ্বল স্টেডিয়ামে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন এ ‘ র এ বছরের পথ চলা শুরু হলো ডায়মন্ড হারবার এফ্ সি ও সাদার্ন সমিতির ম্যাচের মাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =