আজ থেকে টাটা স্টিলের উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ভারতের বৃহত্তম দাবা প্রতিযোগিতা। যে প্রতিযোগিতায় দেশের ছাড়াও বিদেশের পুরুষ এবং মহিলা প্রতিযোগিরা অংশ নেবেন। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মহিলা প্রতিযোগীরা। যাদের মধ্যে অন্যতম হলেন চীনের ওয়েনজুন জু এবং ভারতের কোনেরু হাম্পি। উপস্থিত ছিলেন টাটা স্টিল কর্পোরেট সার্ভিস এর ভাইস প্রেসিডেন্ট চাণক্য চৌধুরী।প্রতিযোগিতায় চলবে আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত।