আচমকা ঝড়ে গড়িয়া পঞ্চাশায়র রোডে গাছ পড়ে অবরুদ্ধ হয়ে যায়। মারাত্মক যানজটের সৃষ্টি হয় স্টেশন গড়িয়া এলাকায়।জল ঝড় বৃষ্টির মধ্যেই রাজপুর সোনারপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিন্টু দেবনাথ রাস্থা সচল করার কাজে নেমে পড়েন। পৌরপিতা পিন্টু দেবনাথের একক প্রচেষ্টায় প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আবার যান চলাচল শুরু হয় পঞ্চসায়র রোডে,পথচারী থেকে শুরু করে এলাকার মানুষজন ধন্যবাদ জ্ঞাপন করেন পৌরপিতাকে।

ঝড়ে গড়িয়া পঞ্চাশায়র রোডে গাছ পড়ে অবরুদ্ধ,ত্রাতার ভূমিকায় পৌরপিতা
ঝড়ে গড়িয়া পঞ্চাশায়র রোডে গাছ পড়ে অবরুদ্ধ,ত্রাতার ভূমিকায় পৌরপিতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =