বৃষ্টির ঘোরাটোপে শিলিগুড়ি। জল জমছে অনেক জায়গায়।বৃষ্টির ঘোরাটোপে শিলিগুড়ি। জল জমছে অনেক জায়গায়।

সকালেই বৃষ্টি নামল শিলিগুড়িতে।আজ সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টির কারনে একেবারেই বিপর্যসত শিলিগুড়ি।আকাশ মেঘে ঢাকা ছিল সকাল থেকেই। যত বেলা হতে থাকে অবস্থা খারাপ হয়ে যায় আবহাওয়ার।বৃষ্টির কারনে বিধান মার্কেট বাজার এবং হিলকার্ড রোড এবং সেবকের অধিকাংশ জায়গাতেই জল জমে যায়। বৃষ্টির কারনে সকালেই জনজীবন আটকে পড়ে। আটকে যান মানুষও রাস্তায় পড়েন অনেক জায়গাতে। জায়গায় জায়গায় মানুষ আটকে পড়েন। আজ বিপদতাড়িনী পূজোর দিনে মানুষ বাইরে বেরিয়েছিলেন বাজার করতে বৃষ্টির দাপটে আটকে পড়েন মানুষ। গত কয়েকদিন ধরেই ভ্যাপসা গরমে নাজেহাল শিলিগুড়ির মানুষ। গরমের কারনে অনেকেই বাড়ি থেকে বের হতে সাহস করছিলেন না। নিতান্তই কাজ না থাকলে প্রচণ্ড গরমে বাইরে আসছিলেন না কেউই। অবশেষে আজ সকাল থেকেই বৃষ্টি নামল শিলিগুড়িতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার পযর্ন্ত বৃষ্টির দাপট থাকবে শিলিগুড়িতে। এর মধ্যে দুদিন বজ্রপাত সহকারে বৃষ্টির সম্ভাবনা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − six =