কামালগাজির যুবক সাহিদ মন্ডল খুনে গ্রেফতার এক। ছবি–অভীক পুরকাইত

অভীক পুরকাইত,গড়িয়া:- কামালগাজির যুবক সাহিদ মন্ডল খুনে গ্রেফতার এক ৷ কুলতলি থেকে একজনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ ধৄতকে আজ বারুইপুর আদালতে তোলা হবে ৷ ১৪ই আগষ্ট রাতে বাড়ির সামনেই খুন হয় সাহিদ মন্ডল ৷ পেশায় ব্যবসায়ী সাহিদ রাতে কাজ সেরে বাড়ি ফিরছিল ৷ সেইসময় বাইকে এসে দুষ্কৄতিরা তাকে গুলি চালায় ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ একাধিকবার পরিবার ও প্রতিবেশীদের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় ৷ পরিবারের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ আন্দোলনকে আরও তীব্র করার ডাক দেন বামনেতা সুজন চক্রবর্তী, ISF নেতা নওশাদ সিদ্দিকী ৷ এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আদালতে যাওয়ার কথাও জানায় সাহিদের বাবা শাজাহান মন্ডল৷

চুরি ছিনতাইয়ের ঘটনায় কলকাতা পুলিশের হাতে ধৄত এক আসামীকে নরেন্দ্রপুর এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনায় নিজেদের হেফাজতে নেয় পুলিশ ৷ তাকে জিজ্ঞাসাবাদ করেই এই খুনের কিনারা ৷ অভিজিত নামে এক দুষ্কৄতি এই খুনের সাথে যুক্ত বলে পুলিশ জানতে পারে ৷ তাকে কুলতলি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই ঘটনায় আরও একজন যুক্ত তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ তবে কেন খুন করা হল সাহিদকে তা এখনও পরিষ্কার নয় ৷ প্রাথমিকভাবে পুলিশ মনে করছে এদেরকে কেউ খুনের টিপ দিয়েছিল ৷ সেই ব্যাপারেই ধৄতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + 9 =