অভীক পুরকাইত,কলকাতা- ডাক্তারি পরীক্ষার জন্য তৈরি হতে ১৬ বছর ৭ মাসের vizag (Andhra pradesh) এ পড়তে গিয়ে ছিল রীতি সাহা। গত ১৪ই জুলাই ২০২৩ ছাদ থেকে পড়ে ১৬ ই জুলাই ২০২৩ তার মৃত্যু হয়। পুলিশ, প্রশাসন, ইন্সটিটিউট তারা এই বিষয়টি কে ধামাচাপা দেওয়ার সব রকম চেষ্টা করে, প্রমাণ লোপাট করতে তৎপর ছিলো তারা, নানান ভাবে হুমকি দেওয়া হয়। এই নিয়ে VijayWada হাই কোর্ট এ কেস করা হয়েছে ।
আমরা আমাদের মেয়ের বিচার চাই…
জানান রীতির বাবা
সুখদেব সাহা।
গতকাল রীতির পরিবারের সাথে দেখা করতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
জাতীয় রীতির পরিবারের সাথে দেখা করলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস