নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নতুন সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নতুন সংসদ ভবনে রাজদণ্ড আর হিন্দু পুরোহিতদের দখলদারির মধ‍্যে দিয়ে মোদি সরকার যখন হিন্দুরাষ্ট্রের প্রতীকি ঘোষণা দিচ্ছেন ঠিক তখনই বাইরে মহিলাদের ওপর চালানো নির্যাতন সেই রাষ্ট্রের অন্তর্বস্তুটা প্রকাশ করছে। বিজেপি নেতার দ্বারা লাগাতার যৌন নির্যাতনের শিকার হওয়া মহিলা কুস্তিগিররা সুবিচার চাওয়ায় তাঁদের ওপর তাণ্ডব চালাচ্ছে সশস্ত্র বাহিনী। সাক্ষি মালিক সহ অনেককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন রাজ‍্য থেকে যে মহিলারা আজ ন‍্যায় বিচারের জন‍্য সংসদ ভবনের সামনে কুস্তিগিরদের ডাকা “মহিলা পঞ্চায়েতে” যোগ দিতে আসছিলেন তাঁদের ওপর হামলা চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। জেএনইউ থেকে যে ছাত্রীরা আসছিলেন তাঁদের ইউনিভার্সিটি গেটেই লাঠিপেটা করেছে। কার্যত মহিলাবিরোধী উল্লসিত অভিযানের চেহারা নিয়েছে সংসদ ভবনের বাইরেটা, রাজধানীকে সশস্ত্র ছাউনি বানিয়ে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − one =