
অভীক পুরকাইত-মহেশতলা থানার অন্তগত আখড়া বগা নোয়াপাড়া মুন্না ক্লাবের পিছনে পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় এক নাবালক ছেলে। বাড়ি আত্মীয়-স্বজন এবং পাড়া প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করে। তারপর ওনারা দেখতে পায় পুকুরে একটা কি ভাসছে তারপর গিয়ে দেখতে পায় এক নাবালক ছেলে দেহ ভাসছে। তারপর স্থানীয়রা পুকুর থেকে নাবালক ছেলের দেহ উদ্ধার করে। তারপর মহেশতলা থানায় খবর দেওয়া হলে পুলিশ পৌঁছে দেহটি বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে চিকিৎসকগণ মৃত বলে ঘোষণা করেন। মা ছবি দাস ছেলেকে সঙ্গে নিয়ে আখড়া বগা নোয়া পাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন। মৃত নাবালক তুষাল দাসে বয়স দশ। এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসে। গোটা ঘটনায় তদন্ত করছেন মহেশতলা থানার পুলিশ প্রশাসন। কি করে মারা গেল সমস্ত বিষয় খতিয়ে দেখবেন এবং দেহটি পুলিশ মর্গে পাঠিয়ে দেন। এই ঘটনায় পরিবারের লোকজন এবং মৃত নাবালোক বালকের মা কান্নায় ভেঙে পড়েন এবং ঘন ঘন মুরছা যাচ্ছেন।