আগামীকাল, অর্থাৎ ২রা জুন,  অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে Lead Bengal Students' Conclave
আগামীকাল, অর্থাৎ ২রা জুন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে Lead Bengal Students’ Conclave

আগামীকাল, অর্থাৎ 2রা জুন, 2023‌, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে Lead Bengal Students’ Conclave, যে মঞ্চে প্রধান অতিথিরূপে উপস্থিত থাকবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী মহাশয়। প্রায় সহস্রাধিক ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে চলা এই কনক্লেভে অতিথি হিসেবে থাকবেন ABVP জাতীয় সম্পাদক যাজ্ঞবল্ক্য শুক্লা।সূত্রের খবর ছাত্রছাত্রীদের সাথে সরাসরি আলোচনার পাশাপাশি নিজের অভিজ্ঞতা জীবন-সংঘর্ষের কথাও তুলে ধরবেন মিঠুন চক্রবর্তী । পশ্চিমবঙ্গে ছাত্রযুবদের ভবিষ্যৎ নিয়ে সুষ্ঠু মত বিনিময় হবে এই অনুষ্ঠানে।কাল দুপুর ১২ থেকে EZCC তে অনুষ্ঠিত হবে এই কর্মসূচী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 8 =