কলকাতা পুলিশের উৎসর্গের ১০৮৪তম রক্তদান শিবির অনুষ্ঠিত হলো পূর্ব যাদবপুর থানায়
    কলকাতা পুলিশের উৎসর্গের ১০৮৪তম রক্তদান শিবির অনুষ্ঠিত হলো

ছবি- অনঘ বনিক

ছবি- অনঘ বনিক

অনঘ বনিক,কলকাতা:- আজ কলকাতা পুলিশের উৎসর্গের ১০৮৪তম রক্তদান শিবির অনুষ্ঠিত হলো পূর্ব যাদবপুর থানায় এই রক্তদান উৎসবে সূচনা করেন কলকাতা পুলিশের পূর্ব বিভাগের উপনগর পাল জনাব আরিস বিলাল ও ডি সি টু ইস্ট সঙ্গে ছিলেন সহকারি কমিশনার ইস্ট ১ শ্রী চন্দন গুহ ও সহকারী কমিশনার ইস্ট ২ শ্রী অভিজিৎ ঘোষ মহাশয় ,ছিলেন কলকাতা লেদার কমপ্লেক্স থানার ওসি শ্রীপ্রশান্ত মজুমদার, শ্রী তীর্থঙ্কর দে ওসি সার্ভে পার্ক, শ্রী সঞ্জয় মুখার্জি ওসি পঞ্চসা থানা, ছিলেন আনন্দপুর থানার ওসি শ্রী সুমন নস্কর, ছিলেন শ্রী সুদীপ বেরা ওসি প্রগতি ময়দান থানা এবং ছিলেন এই সকল থানার সকল অতিরিক্ত ওসিরা, এখানে আজকের এই অনুষ্ঠানে রক্তদাতাদের মধ্যে এসে উপস্থিত হন যাদবপুর কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী দেবব্রত মজুমদার ও স্থানীয় রাজনৈতিক নেতা ও নেত্রীরা উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও প্রশাসক যথাক্রমে মেডিকা , আমরি, শংকর নেত্রালয় মুকুন্দপুর, রবীন্দ্রনাথ টেগোর হসপিটালের, এই অনুষ্ঠানে শংকর নেত্রালয়ের অধিকারীনী আজ তার মূল্যবান রক্ত দান করেন, থানার পুলিশ হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ার , স্থানীয় বাসিন্দা মিলে মোট ৫২ জন রক্তদাতা রক্তদান করেন, আজকের এই অনুষ্ঠানটিকে বর্ণ ময় এবং উজ্জ্বল করে তোলেন পূর্ব যাদবপুরের ওসি শ্রী মৃগাঙ্ক দাস মহাশয় ও তার সহযোগী ,অর্ধতন পুলিশ অফিসাররা এই অনুষ্ঠানের কিছু ছবি আপনাদের সামনে পেশ করা হলো এবং এই রকম রক্তদান উৎসবের জন্য আমাদের তরফ থেকে পূর্ব যাদবপুর থানা কে আরেকবার ধন্যবাদ জানাই। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + nineteen =