কামালগাজিতে খুন হওয়া যুবকের বাড়িতে সিপিআই(এম)নেতা সুজন চক্রবর্তী
কামালগাজিতে খুন হওয়া যুবকের বাড়িতে সিপিআই(এম)নেতা সুজন চক্রবর্তী

অভীক পুরকাইত,সোনারপুর:- কামালগাজিতে খুন হওয়া যুবকের বাড়িতে বামনেতা সুজন চক্রবর্তী। মঙ্গলবার সন্ধেবেলা তিনি যান কামালগাজিতে সাহিদ মন্ডলের বাড়িতে। ১৪ই আগষ্ট গভীর রাতে নিজের বাড়ির সামনেই দুষ্কৃতিদের ছোঁড়া গুলিতে খুন হন তিনি। বাইকে করে এসে দুই দুষ্কৃতি তাকে খুন করে। এই ঘটনার পর একসপ্তাহ কাটলেও এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি। ঘটনার প্রতিবাদে রবিবার কামালগাজি মোড় দীর্ঘক্ষন অবরোধ করে রাখে সাহিদের আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। সাহিদের পরিবারকে সাথে নিয়েই নরেন্দ্রপুর থানায় যান সুজন চক্রবর্তী। তিনি এই ঘটনায় পুলিশের ব্যর্থতা নিয়ে অভিযোগ তোলেন। তার দাবী অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করতে হবে। বিষয়টি নিয়ে আন্দোলনে নামার ও আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 16 =