যাত্রা শুরুর দ্বিতীয় দিন ঝড়ের মুখোমুখি হতে হল পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসকে। প্রবল ঝড়ে এবং বজ্রবিদ্যুৎ-এর জেরে ভাঙল পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ। যার জেরে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পরে বেশ কয়েকঘন্টা যার ফলে ট্রেনের মধ্যে যাত্রীদের অন্ধকারেই কাটাতে হয়। পুরী স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছু সময়ের মধ্যেই থমকে যায় বন্দে ভারতের চাকা। ওড়িশার বৈতরণী রোড স্টৈশনের কাছে প্রবল ঝড়ের মুখে পরে বন্দ ভারত এক্সপ্রেস। সেই সময় গাছের ডাল ভেঙে ট্রেনের প্যন্টোগ্রাফ ভেঙে যায়। পাইলট কেবিনের উইন্ড শিল্ডে চিড় ধরেছে বলে জানা গিয়েছে এছারাও সি৩ ও সি১২ কোচের বাঁদিকের জানালাতেও ফাঁটল ধরেছে বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + four =