হুগলির ইমামবাড়া থেকে বের হলো মহরমের অষ্টমীর জিরেনের শোক শোভাযাত্রা
হুগলির ইমামবাড়া থেকে বের হলো মহরমের অষ্টমীর জিরেনের শোক শোভাযাত্রা

আগামী ২৯ জুলাই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মহরম।এই মহরমের শোক মিছিল প্রতিবছর হুগলির ঐতিহ্যবাহী ইমামবাড়া থেকে বের হয়। আজ ২৭ জুলাই ছিল মহরমের অষ্টমীর দিনে জিরেনের শোক মিছিল, এই মিছিলটি হুগলির ইমামবাড়া থেকে বৃহস্পতিবার দুপুর 3 টেয় বের হয়ে চকবাজার-বারদুয়ারি-পাঙ্কাটুলি-পিপুলপাতি মোর- হয়ে আবার ইমাম বাড়াতে এসে শেষ হয়। এই শোক মিছিল দেখতে রাস্তার দুধারে মানুষ ভিড় জমিয়েছিলেন, এই শোক মিছিলে শুধু হুগলি জেলা নয় আশপাশের বহু জায়গা থেকে কয়েকশো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অংশ নেয়।এই মহরমের শোক মিছিলে অপ্রীতিকর ঘটনা এড়াতে চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানার পক্ষ থেকে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × five =