রাজনৈতিক কর্মীদের সংঘর্ষের উত্তপ্ত কুলতলীর মেরিগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্যামনগর এলাকা
রাজনৈতিক কর্মীদের সংঘর্ষের উত্তপ্ত কুলতলীর মেরিগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্যামনগর এলাকা

অভীক পুরকাইত – রাজনৈতিক কর্মীদের সংঘর্ষের উত্তপ্ত কুলতলীর মেরিগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্যামনগর এলাকা,
শাসক দলের কর্মী ও বিরোধীদের মধ্যে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ হয়,
দুই পক্ষের মারামারির পাশাপাশি দুপুর বেলায় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে উভয় পক্ষের বিরুদ্ধে, এলাকায় গুলি চালানোর অভিযোগ ওঠে,ঘটনা স্থলে কুলতলী থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,
বিজেপি নেতৃত্বের দাবি মনোনয়নের পর থেকে শাসক দল এলাকায় বিরোধীদের উপর অত্যাচার করছে, আজকের পূর্ব শ্যামনগর এলাকায় মারধোর বাড়িঘর
যদিও গুলি ও তান্ডব চালানোর ঘটনার পাল্টা অভিযোগ করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব,
পুলিশ সূত্রে খবর দুই পক্ষের মধ্যে মারামারি এবং ঘর বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলে ও গুলি চালানোর কোন ঘটনা ঘটেনি,
এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি কুলতলী থানায়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − twelve =