নদিয়ার নবদ্বীপ থানায় পবিত্র ইদুজ্জোহা উৎসব উপলক্ষে সমন্বয়ে সভা
নদিয়ার নবদ্বীপ থানায় পবিত্র ইদুজ্জোহা উৎসব উপলক্ষে সমন্বয়ে সভা


নবদ্বীপ:- নবদ্বীপে যে কোন ধর্মীয় উৎসব যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয়ে আসছে সুদীর্ঘকাল ধরে। আসন্ন পবিত্র ইদুজ্জোহা উৎসব উপলক্ষে নবদ্বীপ থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক সমন্বয় সভা। এদিন সকালে নবদ্বীপ থানা প্রাঙ্গণে কৃষ্ণনগর জেলা পুলিশ এবং নবদ্বীপ থানার পুলিশের পক্ষ থেকে আসন্ন পবিত্র ইদুজ্জোহা উৎসবকে সুন্দর এবং সর্বাঙ্গীন করার লক্ষ্য নিয়ে নবদ্বীপ ব্লক এবং শহরের একাধিক মসজিদের ইমামদের সঙ্গে নিয়ে এবং স্থানীয় টোটো চালকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপের আরক্ষা আধিকারিক জলেশ্বর তিওয়ারি, নবদ্বীপ থানার আরেক পুলিশ আধিকারিক, ছিলেন নবদ্বীপ ধাম স্টেশনের জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক। এ প্রসঙ্গে নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক জলেশ্বর তিওয়ারি বলেন, আসন্ন ইদুজ্জোহা উৎসব উপলক্ষে এক সমন্বয় সভার আয়োজন করা হয়। সরকারি নিয়ম মেনে ধর্মীয় উৎসব পালন করার অনুরোধ করা হলো। এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 8 =