ছবি : অনঘ বণিক

অনঘ বণিক, কলকাতা : আজ কলকাতা হয়ে গেল এক অভিনব দুবাই প্রপার্টি মেলা যার আয়োজন করা হয়েছিল আইটিসি সোনার বাংলা হোটেলের স্পা ব্যাংককুইট হলে। যারা আয়োজক ছিলেন ফ্যান কম গ্রুপস অফ কোম্পানি। আয়োজকরা ক্রেতাদের আশ্বস্ত করেন যে ১.৫কোটি সম্পত্তির এক পার্সেন্ট প্রদান করলেই প্রপার্টির আনুষ্ঠানিক অংশগ্রহণ করা যায় পরে সেই রিয়েল এস্টেট প্রপার্টি দাম বাড়লে কলকাতায় বসে প্রপার্টির বিনিয়োগকারীরা বিক্রি করে তাদের লভ্যাংশ তুলতে পারবেন। সেই ব্যবস্থাও আয়োজকরা আগামীতে করে দেবেন। আর প্রপার্টিতে ইনভেস্ট করলে দুবাইয়ের ভিসা বিনা পয়সায় পাওয়া যাবে এবং এই প্রপার্টি প্রায় সাড়ে চার বছর ধরে ইনস্টলমেন্টে শোধ করা যাবে। এই ইনভেসমেন্ট বিদেশে তবুও ক্রেতাদের আগ্রহ লক্ষ্য করা যায়। আগামীকাল পর্যন্ত চলবে এই মেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 9 =