ছবি : অনঘ বণিক

অনঘ বণিক, কলকাতা :উনিশে আগস্ট ২০২৩ সালে শনিবার কলকাতা পুলিশের উৎসর্গ ১০৮১তম রক্তদান উৎসবের আয়োজন করেন বালিগঞ্জ থানা, এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট ডাক্তার পি কে সেন মহাশয় সহ দক্ষিণ পূর্ব বিভাগের উপনগর পাল শুভঙ্কর ভট্টাচার্য আইপিএস ও সঙ্গে ছিলেন কলকাতা কর্পোরেশনের মাননীয় কাউন্সিলর শ্রী দিলীপ বোস মহাশয় সঙ্গে ছিলেন ডি সি টু এসইডি শ্রী সৌমেন ভট্টাচার্য সহকারি নগর পাল শ্রীশম্ভু মজুমদার ও অশোক কুমার দুবে, ছিলেন লেক থানার ওসি শ্রী কৌশিক দাস, গড়িয়াহাট থানার ওসি শ্রী সলিল রায়, বেনিয়াপুকুর থানার ওসি রাজীব দে, করেয়া থানার ওসি স্বরূপ কান্তি পাহাড়ি, তিলজলা থানার ওসি শ্রী সু প্রতীক ব্যানার্জি, রবীন্দ্র সরোবর থানার ওসি শ্রী সত্যজিৎ কর্মকার ও তপসিয়া থানার মাননীয় ওসি শ্রী রাজীব সাউ ও করেয়া মহিলা থানার ওসি শ্রীমতি জুই দাস, অনুষ্ঠানে বক্তব্য রাখেন পি ভি ডির ভাইস প্রেসিডেন্ট শ্রী সন্দীপন রঞ্জন বক্সী কাউন্সিলর দিলীপ বোস ও কাউন্সিলর অসীম বোস মহাশয়, এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন স্থানীয় এমএলএ শ্রী দেবাশীষ কুমার মহাশয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী নিতাই দাস মহাশয় ছিলেন দক্ষিণ পূর্ব শাখার কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি আরো অনেক রাজনৈতিক নেতা ও নেত্রী বর্গ, ছিলেন বিশিষ্ট ডাক্তার, ব্যক্তিবর্গ সর্বশেষে এই অনুষ্ঠান আলোকিত করেন প্রাক্তন সাংসদ শ্রী সুব্রত বকসী মহাশয় আজ এখানে ৪১ জন রক্তদাতা তাদের রক্তদান করেন স্থানীয় এলাকার এই রক্তদান উৎসবে রক্তদানের একটা উৎসাহ দেখা যায়, এই সমগ্র অনুষ্ঠানটি সুস্থ ও সুন্দর মতন ব্যবস্থা না ও সাফল্যমন্ডিত করে তোলেন বালিগঞ্জ থানার মাননীয় ওসি লক্ষ্মীনারায়ণ পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + eleven =