উৎসর্গের ১০৮৩তম রক্তদান শিবির উদযাপন করলেন কলকাতার ইস্ট ডিভিশনে কলকাতা লেদার কমপ্লেক্স থানা
উৎসর্গের ১০৮৩তম রক্তদান শিবির উদযাপন করলেন কলকাতার ইস্ট ডিভিশনে কলকাতা লেদার কমপ্লেক্স থানা

আজ কলকাতা পুলিশের কমিউনিটির উইং দ্বারা পরিচালিত অনঘ বনিক :- উৎসর্গের ১০৮৩তম রক্তদান শিবির উদযাপন করলেন কলকাতার ইস্ট ডিভিশনে কলকাতা লেদার কমপ্লেক্স থানা, আজ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ডি সি টু ইস্ট ডিভিশন শ্রী সুদীপ্ত নাগ মহাশয় উপস্থিত ছিলেন এসি ১ইস্ট ডিভিশন শ্রী চন্দন গুহ ও এসি ৩ ইস্টডিভিশন শ্রী অভিজিৎ ঘোষ মহাশয়। উপস্থিত ছিলেন যথাক্রমে শ্রী মৃগাঙ্ক দাস,যাদবপুর পূর্ব, তীর্থঙ্কর দে,সার্ভে পার্ক, শ্রী সঞ্জয় মুখার্জি ওসি পঞ্চশা থানা,শ্রী সুমন নস্কর,আনন্দপুর ও সুদীপ বেরা,প্রগতি ময়দানের থানার বড়বাবু ও অ্যাডিশনাল ওসিরা, ছিলেন ভাঙ্গড় থানার বর্তমান ইন্সপেক্টর জনাব রেজাউল কোবির পরে এসে এই অনুষ্ঠানটিকে আলোকিত করেন এই ডিভিশনের উপনগর পাল শ্রী আশীষ বিলাল আইপিএস মহাশয়। এবং উনি রক্তদাতাদের হাতে রক্তদানের সার্টিফিকেট প্রেরণ করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার মাননীয় সদস্য ও তৃণমূল কংগ্রেসের দক্ষিণ 24 পরগনার ভারপ্রাপ্ত সভাপতি শ্রী শুভাশীষ চক্রবর্তী মহাশয়, ছিলেন শ্রীমতি ঝরনা মন্ডল সভাপতি ভাঙ্গড় ১ ,আরাবুল ইসলাম সভাপতি ভাঙ্গড় ব্লক টু, ছিলেন সাকিবুল ইসলাম ও শাজাহান মোল্লাসহ তৃণমূল কংগ্রেসের ভাঙ্গরের স্থানীয় নেতা ও নেত্রীরা, বিশিষ্টদের মধ্যে ছিলেন রমেশ জুনেযা সহ লেদার কমপ্লেক্স শিল্পাঞ্চলের প্রতিষ্ঠা মালিক তথা ব্যবসায়ীরা ও ছিলেন কেএলসি থানার অন্তর্গত পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানরা, আজকের এই অনুষ্ঠান রক্ত দান উৎসবে পরিণত হয়। পুলিশ কর্মীরা হোমগার্ড, সিভিক ভলেন্টিয়াররা ও স্থানীয় মানুষ সহ ১০০ জন রক্তদাতা রক্তদান করেন যা এ যাব যত রক্তদান শিবিরের মধ্যে রেকর্ড করেছে এবং এই স্বতঃস্ফূর্ত রক্তদান আমাদের ভবিষ্যতের একটা সুন্দর উদাহরণ হিসেবে থাকলো, এবং পুলিশ ও স্থানীয় নেতা-নেত্রীরা সকলকে রক্তদান করতে উৎসাহিত করেন, এবং সমগ্র অনুষ্ঠানটিকে সুষ্ঠু মতন পরিবেশন করতে সমর্থ্য হন কে এল সি থানার ওসি শ্রী প্রশান্ত ভৌমিক ও অতিরিক্ত ওসি শ্রী অপূর্ব মজুমদার ও থানার সার্জেন্ট শ্রী সৌরিশ সরকার মহাশয়রা, আমি অনুষ্ঠানের কিছু ছবি আমাদের দর্শকদের জন্য পেশ করলাম,,, ধন্যবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − five =