এ বছর ডোভার লেন সংগীত সম্মেলনের ৭২ তম বর্ষ। চলবে ২২ থেকে ২৫ শে জানুয়ারি পর্যন্ত। উদ্যোক্তারা জানালেন প্রবীণ শিল্পীদের পাশাপাশি তারা নবীন শিল্পীদেরও সুযোগ করে দিচ্ছেন এই সংগীত সম্মেলনের আসরে। এরকমই একজন উদীয়মান সংগীত শিল্পী হলেন অন্বেষা দত্তগুপ্ত তিনি জানালেন এই সঙ্গীত সম্মেলনের উৎসবে যোগদান করতে পেরে তিনি গর্বিত। আরেকজন আসামের শিল্পী নাম শ্রুতি বুঝার বোড়া। তিনি বললেন অনেক উচাঙ্গ সংগীতের এর আসর তিনি দেখেছেন কিন্তু সারা রাত্রি ব্যাপি এইরকম একটি অনুষ্ঠানের কখনো তিনি অংশগ্রহণ করেননি যা করতে পেরে তিনিও অত্যন্ত গর্বিত। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এবং অত্যন্ত একজন সফল ব্যবসায়ী প্যাটার্ন গ্রুপের কর্ণধার সঞ্জয় বুধিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + six =