প্রতিবছর চৌঠা ডিসেম্বর পালন করা হয় ভারতীয় নৌসেনা দিবস। সেই উপলক্ষে কলকাতার খিদিরপুর ডকের তিন নম্বর গেটে, আজ থেকে আগামী তিন দিনের জন্য অর্থাৎ ২৬ তারিখ পর্যন্ত সাধারণ মানুষের দেখার সুযোগ থাকছে নৌবাহিনীর এই বিশেষ সমরসজ্জিত জাহাজ আইএনএস সাবিত্রী। আজ নটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং আগামীকাল এবং পরশুদিন সকাল ন’টা থেকে বিকেল চারটে পর্যন্ত এই যুদ্ধ জাহাজ সর্বসাধারণের দেখার সুযোগ করে দিচ্ছে ভারতীয় নৌবাহিনী। আইনের সাবিত্রী ভারতীয় নৌবাহিনীতে ১৯৯০ সালের ৭ জুন অন্তর্ভুক্ত হয়েছিল। এই আইএনএস সাবিত্রীতে বোফর্স কামান বহন করতে পারে এবং হেলিকপ্টার নামার সুবিধে রয়েছে। এবং এটির চিতক হেলিকপ্টার বহন করার ক্ষমতা রয়েছে। এই যুদ্ধে জাহাজের যিনি ক্যাপ্টেন বা কমান্ডার সেই বিজয় ঝা তিনি জানালেন এই এই যুদ্ধে জাহাজ কোস্টাল এবং মেরিটাইম সিকিউরিটি তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × five =