
দক্ষিণ কলকাতার একটি অভিজাতক ক্লাবে এই রাত তোমার আমার সিনেমার ট্রেলার লঞ্চ হলো উপস্থিত ছিলেন পরিচালক পরমব্রত তা ছাড়াও ছিলেন প্রধান দুই মুখ্য চরিত্র অভিনেতা অভিনেত্রী অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত। এটি আগামী ৩১শে জানুয়ারি থেকে অনস্ক্রিন দেখা যাবে। এটি হইচই স্টুডিওর একটি উদ্যোগ। এই সিনেমার মুখ্য বিষয়বস্তু হলো ৩০ বছরের দাম্পত্য জীবনের একটি অমর কাহিনী। সাংবাদিক বৈঠকে অপর্ণা সেন জানালেন এই সিনেমাটি দর্শক পনে অনেক প্রশ্ন রেখে যাবে যেটা সিনেমা শেষ হওয়ার পরেও লোকের মধ্যে বেশ কিছুদিন এই প্রশ্নগুলো ঘোরাঘুরি করবে।